Entertainment news - পথনাটক ‘আমরাও পাবো আইনগত সহায়তা’

05 
কাগজ অনলাইন প্রতিবেদক: বাংলাদেশ সরকারের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের আইনি সহায়তা বিষয়ক কার্যক্রমের ওপর পথনাটক শুরু হয়েছে গত ২৭ অক্টোবর’ ১৪ইং তারিখ থেকে ধামরাই ও দোহার উপজেলার প্রতিটি ইউনিয়নে। ২৪টি পথনাটক পরিবেশন করে লোটাসভিউ প্রোডাকশনস। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে আবার ধামরাই ও দোহারের বিভিন্ন ইউনিয়নে ২০টি পথনাটক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম (বিসিসিপি) এর ব্যবস্থাপনায় ‘লোটাস ভিউ প্রোডাকশন’ এই পথনাটক প্রদর্শন করছে।
দেশের দরিদ্র ও নিম্ন আয়ের সাধারণ মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের সরকারি কার্যক্রমকে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রচারের লক্ষ্যে এই পথনাটক প্রদর্শনী হচ্ছে। নিম্ন আয়ের দরিদ্র মানুষ যারা প্রতিপত্তিশালীদের দ্বারা শোষণ নির্যাতনের শিকার হয়ে অর্থাভাবে মামলা পরিচালনা করতে ব্যর্থ হয়ে নির্যাতীত নিপিড়ীত হচ্ছেন তাদের সকল প্রকারের মামলা বিনামূল্যে পরিচালনা করবে সরকার।
‘লোটাস ভিউ প্রডাকশন’ এর কর্ণধার পংকজ ঘোষ রচিত ও নির্দেশিত ‘আমরাও পাবো আইনগত সহায়তা’ শিরোনামে এই পথনাটকে অভিনয় করছেন লোটাস ভিউ প্রডাকশনের নিজস্ব অভিনয় শিল্পী পংকজ ঘোষ, ইউজেন গোমেজ, শাহরিয়ার আকাশ, আলমগীর আকাশ, শেফালী কুসুম, তানভী জাহান, আশিক খান চৌধুরী, ফিরোজ আহমেদ, ইমরুল সুজন এবং আমিনুল হক আমীন প্রমুখ।
প্রদর্শনী শেষে রয়েছে আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা। নাটকটি গত ২১ ফেব্রুয়ারিতে বিকেল ৪টা ৪৫মিনিটে সুতিপাড়া ইউনিয়নের নওগাঁহাটি নবীন সংঘ মাঠে অনুষ্ঠিত হয়।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts