Entertainment news - শুভ চিনু’র ‘এই শোন…’

Shamima-Alom-Cinu-&-Reshad- 
কাগজ অনলাইন প্রতিবেদক: সম্প্রতি অডিও এবং ভিডিওতে প্রকাশ পেয়েছে কাজী শুভ এবং শামীমা আলম চিনু’র নতুন গান। গানটি স্থান পেয়েছে সিডি চয়েস থেকে প্রকাশিত মিক্সড অ্যালবাম ‘মিক্সড হিট-৫’ এ। কাজী শুভর সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন রাফী। ‘এই শোন কেন দূরে দূরে সরে রও’ শিরোনামের গানটি লিখেছেন তরুণ গীতিকবি ওমর ফারুক। ঢাকার দিয়াবাড়ি এবং আশুলিয়ার মনোরম লোকেশনে চিত্রায়ণ করা হয়েছে গানটি। গানটির ভিডিও নির্মাণ করেছেন এসএম তুষার। গানটিতে শামীমা আলম চিনুর সঙ্গে মডেল হয়েছেন গ্রামীণফোনখ্যাত মডেল রিশাদ শুভ।
গানটি প্রসঙ্গে শামীমা আলম চিনু বলেন, অনেকদিন পর একটি রোমান্টিক গান করলাম। কাজী শুভ অসাধারণ একটি মেলোডিয়াস সুর করেছেন এবং দারুণ গায়কী উপহার দিয়েছেন। এটা শুভর সঙ্গে আমার ডুয়েট গান। গানটির ভিডিও আমি গতানুগতিকতার বাইরে একটু ভিন্নভাবে নির্মাণ করার চেষ্টা করেছি। আশাকরি, গানটি সবার ভালো লাগবে।
উল্ল্যেখ্য আগামী বৈশাখে শামীমা আলম চিনু দু’টি একক রবীন্দ্রসংগীতের অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে আসছেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts