Entertainment news - ফুলেল শুভেচ্ছায় সিক্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীর


fokir 
কাগজ অনলাইন প্রতিবেদক: একুশে ফেব্রুয়ারি ছিল স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক, একুশে পদকপ্রাপ্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের ৬৫তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে জন্মজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটি গতকাল রোববার বিকেলে রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বরেণ্য এই শিল্পীকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদানসহ নানা আয়োজনে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’… ও একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’… গেয়ে শোনান সংগীতশিল্পীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। কমিটির আহ্বায়ক ড. আবুল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় জাদুঘরের চেয়ারম্যান আজিজুর রাহমান আজিজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও সাউথ এশিয়ান মিউজিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. শরীফ আশরাফউজ্জামান।
ড. আনিসুজ্জামান শিল্পী ফকির আলমগীরকে উত্তরীয় পরিয়ে দেন এবং ক্রেস্ট প্রদান করেন। জন্মজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির নেতারাসহ উদীচী শিল্পী গোষ্ঠী, ঋষিজ শিল্পী গোষ্ঠী, ক্রান্তি শিল্পী গোষ্ঠী, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, আনন্দন, স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র, খেলাঘরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিল্পীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে শিল্পী ফকির আলমগীরের ‘মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জন্মজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির সদস্য সচিব ফকির মিরাজের সঞ্চালনায় বিভিন্ন সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts