Entertainment news -ভারতীয় সিরিয়াল ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত: জবি উপাচার্য


Untitled-12 
জবি প্রতিনিধি: ‘ভারতীয় টেলিভিশন চ্যানেলে আমাদের দেশে যে সিরিয়ালগুলো দেখানো হয় তার ভালো কোনো আউটকাম নেই। ভারতীয় এই সিরিয়ালগুলো ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত’। রোববার দুুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিগমুন্ড ফ্রয়েড কনফারেন্স হলে সাউথ এশিয়ান স্ট্যাডি সার্কেল আয়োজিত আন্তর্জাতিক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
উপাচার্য আরো বলেন, ‘ভারতীয় চ্যানেলগুলোর সিলিয়ালে বউ-শ্বাশড়ি-ননদের ঝগড়াসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে। যা আমাদের সমাজে অনেকটা খারাপ প্রভাব সৃষ্টি হচ্ছে’। এই সিরিয়ালগুলো আসলে কোনো ধরনের নাটকের মধ্যেই পড়ে না। এগুলো ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত বলে মত দেন তিনি।
সেমিনারে ‘বাংলা শিশুনাট্যের উদ্ভব ও বিকাশ’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোনালিসা দাস। ‘A comparison between the identities of women sufferers of the Indian borders’ শীর্ষক গবেষণা পত্র উপাস্থাপন করেন পশ্চিম বঙ্গের নদীয়া জেলার শান্তিপুর কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মি. বিমান সমদ্দার।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সাউথ এশিয়ান স্ট্যাডি সার্কেলের পরিচালক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসি, সহযোগি অধ্যাপক ড. মো. হালিম প্রমানিক এবং সহযোগি অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস সেমিনারে উপস্থাপিত প্রবন্ধ দু’টির উপর আলোচনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts