To days feature women - বিটাকের ১০৬ নারী প্রশিক্ষণার্থীর চাকরি

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) ১০৬ নারী প্রশিক্ষণার্থীকে চাকরি দিয়েছে     আরএফএল। সম্প্রতি রাজধানীর বিটাক মিলনায়তনে ২১তম কোর্স সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর কাছে নিয়োগপত্র  হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভুঁইয়া (এনডিসি), বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক মো. আব্দুল মতিন (এনডিসি), আরএফএলের নিয়োগ ব্যবস্থাপক রাহাদ খান প্রমুখ।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এই কার্যক্রমের জন্য সন্তোষ প্রকাশ করেন। তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে ৩০৬ নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১০৬ জনকে আরএফএলের নরসিংদী এবং গাজীপুরের বিভিন্ন কারখানায় নিয়োগ দেয়া হয়।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts