Sports news - দেশে ফেরত পাঠানো হচ্ছে আল-আমিনকে


দেশে ফেরত পাঠানো হচ্ছে আল-আমিনকে
 
দলের বিধি-নিষেধ অমান্য করায় অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত পাঠানো হচ্ছে বিশ্বকাপ দলের পেসার আল-আমিন হোসেনকে। গত ১৯ ফেব্রুয়ারি দেরি করে হোটেল ফেরায় তাকে এই শাস্তি দেয়া হচ্ছে। খবর: ইএসপিএন ক্রিকইনফো।
বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ ক্রিকইনেফাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (আকসু) বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে জানিয়েছে, আল-আমিন রাত ১০টার পরও হোটেলের বাইরে ছিলেন।
খালেদ মাহমুদ জানিয়েছেন, দলের নিয়ম অনুযায়ী যদি কোনো খেলোয়াড় রাত ১০টার পর বাইরে থাকতে চায় তবে ম্যানেজমেন্টর কাছ থেকে অনুমতি নিতে হয়। আমরা জানতাম না যে আল-আমিন নির্দিষ্ট সময়ের পরও হোটেলের বাইরে ছিল। আকসু আমাদের আল-আমিনের নিয়ম ভঙ্গের কথা জানায়। তাকে যত দ্রুত সম্ভব দেশে পাঠিয়ে দেয়া হবে। তবে দুর্নীতির সঙ্গে আল-আমিনের সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন মাহমুদ।
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমে এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করে বাংলাদেশ। তবে সেখানে ছিলেন না আল-আমিন। বাংলাদেশের পক্ষে ১১টি ওয়ানডে খেললেও এবারই বিশ্বকাপে অভিষেক হওয়ার কথা ছিল তার।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts