এগারতম
বিশ্বকাপ আসরে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখলেন ভারতের সাবেক লিটল
মাস্টার শচীন টেন্ডুলকার। খেলা দেখার পাশাপাশি সেলফিও তুললেন টেস্ট ও
ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক। পরবর্তীতে সেই সেলফি টুইটারে আপলোড করেন
টেন্ডুলকার নিজেই। এরপরই তার ঐ ছবি নিয়ে কমেন্টের ঝড় উঠে টুইটারে।
এবারের
বিশ্বকাপের দূত হিসেবে রয়েছেন টেন্ডুলকার। তাই মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার
বিপক্ষে ভারতের ম্যাচটি মাঠে বসেই দেখলেন তিনি। হসপিটালিটি বক্সে বসে কড়া
নিরাপত্তায় খেলায় দেখেন টেন্ডুলকার। সেখানে প্রবেশের কিছু সময় পর মাঠের
জায়ান্ট স্ক্রিনে দেখানোও হয় টেন্ডুলকারকে। এ সময় গ্যালারিতে উপস্থিত
দর্শকরা ‘শচীন...শচীন...শচীন’...বলে চিত্কার করতে থাকেন।
এক
সময় নিজের মোবাইল দিয়ে সেলফিও তুলেন ওয়ানডেতে এক ইনিংসে প্রথম ২০০ রানের
মাইলফলক স্পর্শ করা এই তারকা ব্যাটসম্যান। এ সময় তার পরনে ছিলো খয়েরি রংয়ের
শার্ট, কালো রংয়ের সানগ্লাস ও কালো রংয়ের ট্রাউজার।