National news - রোগীর মৃত্যুতে স্বজনদের অসদাচরণ


ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে এক ইন্টার্নি চিকিত্সকের সাথে রোগীর স্বজনদের অসদাচরণের ঘটনার প্রতিবাদে ইন্টার্নি চিকিত্সকরা গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন। ইন্টার্নি চিকিত্সকরা রোগীর স্বজনদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফসিউর রহমানের কাছে আবেদন জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোসনা (৩৮) নামে এক  রোগী ২৭ নং ওয়ার্ডে ভর্তি হন। সকাল ৯টায় ওই রোগী মারা গেলে তার স্বজনরা কর্তব্যরত ইন্টার্নি চিকিত্সক প্রিয়াংকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন। এ সময় অন্য চিকিত্সকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts