জেলার লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় পাঁচজন শিশুকে উদ্ধার করে পুলিশের
জিম্মায় দিয়েছে স্থানীয় জনতা। এদের প্রত্যেকের বয়স ৮ থেকে ৯ বছরের মধ্যে।
লৌহজং থানার এএসআই জানান, গত শুক্রবার রাতে ওই পাঁচজন মাওয়া চৌরাস্তায়
দাঁড়িয়ে কান্নাকাটি করছিল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের কাছে কারণ
জানতে চাইলে তারা জানায় এক আত্মীয়ের সাথে এখানে এসেছে। এখন তাকে খুঁজে
পাচ্ছে না। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লৌহজং
থানার ওসি জানান, ঢাকার নয়াবাজার ব্রিজ থেকে মাওয়ার বাসে তারা এখানে চলে
এসেছে। রাজধানীর বংশালের ওসির মাধ্যমে তিনি তাদের অভিভাবকের সঙ্গে যোগাযোগ
করেছেন। গতকাল শনিবার তাদের অভিভাবকরা ওই পাঁচজনকে নিয়ে গেছেন।