National news - ওয়ার্ল্ড উইমেন্স লিডারশিপ পুরস্কার পেলেন স্পিকার



পুরস্কার পেলেন স্পিকার
ওয়ার্ল্ড উইমেন্স লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন
ড. শিরীন শারমিন চৌধুরী। লিখেছেন ওমর ফারুক
সম্প্রতি ভারতের মুম্বাইয়ে দ্বিতীয় ওয়ার্ল্ড উইমেন্স লিডারশিপ কংগ্রেস অনুষ্ঠিত হয়ে গেল। এতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই পুরস্কার লাভ করেন। অনুষ্ঠানে তিনি বলেন, সমগ্র বিশ্বে নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় যেসব চ্যালেঞ্জ বিদ্যমান রয়েছে সেগুলো মোকাবিলা করে আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে নারীদের এগিয়ে নিতে নারী সমাজসহ সবাইকে একযোগে কাজ করতে হবে। শিরীন শারমিন চৌধুরী বলেন, আগামী দিনে আর্থ-সামাজিক ও রাজনৈতিকসহ সকল ক্ষেত্রে নারী-নেতৃত্ব প্রতিষ্ঠায় যে সব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করে উন্নয়নের মূলধারায় নারীকে সম্পৃক্ত করতে হবে। জেন্ডার সমতা অর্জনের মাধ্যমে সমাজের সব ক্ষেত্রে নারী নেতৃত্বকে এগিয়ে নিতে আর্থ-সামাজিক ও রাজনৈতিক সব ক্ষেত্রে সরকারের পাশাপাশি সব বেসরকারি ও কর্পোরেট সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, ওয়ার্ল্ড উইমেন্স লিডারশিপ কংগ্রেস সমাজের প্রতিষ্ঠিত নারীদের জন্য একটি অনন্য ফোরাম। সব ক্ষেত্রে নারীদের সমান সুযোগ সৃষ্টির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে এই ফোরাম অবদান রাখছে। এই ফোরামে সবার মাঝে সৌহার্দ্য ও সম্পর্ক তৈরির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া নারীদের জন্য একত্রে কাজ করা সম্ভব।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts