কাগজ
অনলাইন প্রতিবেদক: সোহানা একটি বেসরকারি অফিসে জব করে। একদিন সকালে সোহানা
ও তার সহকর্মীরা সবেমাত্র অফিসে প্রবেশ করে ঠিক সেই মুহূর্তে মুখোশ পড়া
কয়েকজন লোক প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে অফিসে রক্ষিত নগদ
টাকা লুট করে নেয়। সোহানা তাদের একজনকে চিনতে পারে। পরিণামে সোহানা
কিডন্যাপ হয়। টাকার লোভ সামলাতে না পেরে নিজেদের মধ্যেই জন্ম নেয়
অবিশ্বাসের। পুলিশ অফিসার তদন্ত করতে গিয়ে গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিও
ফুটেজ দেখে ক্লু খুঁজে পায়। পিছু নেয় লুটেরাদের। বেরিয়ে আসে আরও একটি
ঘটনা…।
মুহম্মদ আরিফুল ইসলাম ও তুহিন সিদ্দিকী অমি প্রযোজিত ফেইম ক্রিয়েটিভ প্রডাকশন এর ব্যানারে নির্মিত টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন ফয়সাল খান রিপন। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন সজল, আরফান, জাকিয়া বারি মম, প্রিন্স সাব্বির, সুইট পিপড়া, ইরা, মিনহাজ্ব কিবরিয়া।
মুহম্মদ আরিফুল ইসলাম ও তুহিন সিদ্দিকী অমি প্রযোজিত ফেইম ক্রিয়েটিভ প্রডাকশন এর ব্যানারে নির্মিত টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন ফয়সাল খান রিপন। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন সজল, আরফান, জাকিয়া বারি মম, প্রিন্স সাব্বির, সুইট পিপড়া, ইরা, মিনহাজ্ব কিবরিয়া।