‘ফ্রি ওয়াইফাই’ জোন হতে যাচ্ছে পৃথিবীর প্রতিটি প্রান্তর। আর ‘আউটারনেট’ নামের একটি ডিভাইস ভূগোলের সব জায়গায় এ সেবা দিবে।
এনডিটিভি’র খবরে বলা হয়েছে, ‘আউটারনেট’ এমন একটি ডিভাইস যা সরাসরি
স্যাটেলাইট’র সাথে সংযুক্ত হয়ে পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে ইন্টারনেট
সেবা দিবে। এটি মূলত ‘মোডেম+রাউটার’র উন্নত সংস্করণ যা স্বয়ংক্রিয়ভাবে
স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করতে পারে। এটি চালাতে কোন বাড়তি চার্জের
প্রয়োজন হয় না। সোলার প্যানেল লাগানো ডিভাইসটি দিয়ে মোবাইলও চার্জ করে নেয়া
যাবে।
ডিভাইসটি আবিষ্কারের সাথে যুক্ত ব্যক্তিরা মনে করেন
পর্যাপ্ত পরিমাণের তহবিলেন ব্যবস্থা হলে ২০১৫ সালের মধ্যে পৃথিবীজুড়ে এ
সেবা দেয়া যাবে।
বর্তমানে প্রতি ‘আউটারনেট’ ব্যবহারকারী ব্যক্তি প্রতিদিন সর্বোচ্চ ২০০এমবি পর্যন্ত ফ্রি ডাটা ব্যবহারের সুযোগ পাচ্ছেন।