Entertainment news - ‘টেলিফিল্ম ঘরানার কোনো ফিল্ম করতে চাই না’

‘টেলিফিল্ম ঘরানার কোনো ফিল্ম করতে চাই না’
ভিট সুন্দরী হাসিন রওশন। মডেল ও অভিনেত্রী হাসিনের এখনকার ব্যস্ততা চলছে ধারাবাহিক নাটক নিয়েই। হাসিনের সমসাময়িক অনেকের বড়পর্দায় অভিষেক ঘটলেও এখনও ছোটপর্দাতেই বিচরণ করছেন হাসিন। ক্যারিয়ারে এখন পর্যন্ত নাটক ও বিজ্ঞাপন নিয়েই ব্যস্ততা চলছে তার। তবে মাঝে একটা বিরতির পর আবারও নিয়মিত অভিনয় শুরু করেছেন। তিনি চলতি সময়ে শুটিং করছেন ‘ওড়ামন’, ‘তিনি আসবেন’সহ আরও কয়েকটি ধারাবাহিকে। ধারাবাহিকগুলো এরইমধ্যে বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে। ছোটপর্দার ব্যস্ত এই অভিনেত্রীকে বড়পর্দায় কবে দেখা যাবে? এমনই প্রশ্নে উত্তরে হাসিন বলেন, ‘টেলিফিল্ম ঘরনার কোনো ফিল্ম করতে চাই না। মূলধারার ব্যতিক্রম কোনো গল্পে অভিনয় করেই নিজের বড়পর্দার ক্যারিয়ার শুরু করতে চাই। আমাদের এখনকার চলচ্চিত্র অবস্থা ইতিবাচক দিকেই এগোচ্ছে। আশা করি ভালো কোনো গল্প পেয়ে যাবো।’
নাটকের পাশাপাশি সম্প্রতি একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন হাসিন।
বিজ্ঞাপনটি ইতোমধ্যে প্রচারণা শুরু হয়েছে। ভিট-এর একটি বিজ্ঞাপন করেছেন তিনি।
বিজ্ঞাপন প্রসঙ্গে হাসিন বলেন, ‘আমি খুব কম বিজ্ঞাপন করেছি। কিন্ত সবগুলোই মানের দিক থেকে ঠিক আছে। আমার নতুন বিজ্ঞাপনটিও তেমনই একটি।’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts