Entertainment news - শাহরুখের বিরুদ্ধে এফআইআর দায়ের

শাহরুখের বিরুদ্ধে এফআইআর দায়ের
শেষ রক্ষা হলো না বলিউড বাদশা শাহরুখ খানের। ২০১২ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ম্যাচের পর শিশুদের সামনে অশ্লীল শব্দ ব্যবহার করায় এফআইআর-এর মুখে পড়তে হলো তাকে। মহারাষ্ট্র স্টেট কমিশন ফর দ্য চাইল্ড রাইট (এমএসসিসিআর) মুম্বাইয়ের একটি থানায় এই এফআইআর দায়ের করেছে। এ মামলা নিয়ে কাজ করছেন আইনজীবী আভা সিং।

আভা সিং ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এমএসসিসিআর এর সভাপতি এ এন ট্রিপাতি গত ১৮ মার্চ বুধবার ভারতীয় প্যানেল কোড এবং জুভেনাইল জাস্টিস ধারা ২০০০ (কেয়ার অ্যান্ড প্রটেকশন) অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে।’

আইপিএল-এর কোয়ার্টার ফাইনালে মুম্বাইকে হারানোর পর মাঠের মধ্যে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কে জড়ান শাহরুখ খান। এই ঘটনার পরপরই তাকে পাঁচ বছরের জন্য মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে নিষিদ্ধ করা হয়।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts