National news - নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তোলাই শিক্ষার লক্ষ্য : শিক্ষামন্ত্রী

নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তোলাই শিক্ষার লক্ষ্য : শিক্ষামন্ত্রীশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের নতুন প্রজন্ম মেধা ও প্রতিভায় বিশ্বমানের।  তাদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলাই আমাদের শিক্ষার লক্ষ্য। শনিবার রেসিডেন্সিয়াল মডেল কলেজ মিলনায়তনে তৃতীয় সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৫-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, পরিচালন (প্রশিক্ষণ) প্রফেসর শামসুল হুদা এবং রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সুবহানী বক্তৃতা করেন। 

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশ অর্থনৈকিতভাবে দুর্বল হলেও মেধায় পিছিয়ে নেই। সারাদেশে আমাদের নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে অনন্য সাধারণ প্রতিভা। আমরা ২০১৩ সাল থেকে পর পর তিনবার সারাদেশে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত করছি। এতে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিপুল সাড়া জেগেছে। এতে আমরা অসংখ্য মেধাবীদের খুঁজে পেয়েছি। তারাই ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার উদ্যোগে নেতৃত্ব দেবে। 

নুরুল ইসলাম নাহিদ বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী হিসেবে চিহ্নিত হওয়া শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সবধরনের সহযোগিতা প্রদান করবে। তিনি সরকারের পাশাপাশি নতুন প্রজন্মে মেধা বিকাশে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, এবার ২৫-২৬ ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে, ১-৩ মার্চ উপজেলা পর্যায়ে, ৭-৯ মার্চ জেলা পর্যায়ে, ১২-১৫ মার্চ বিভাগীয় পর্যায়ে এবং ১৬-১৯ মার্চ থেকে ঢাকা মহানগর পর্যায়ে মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির লাখ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। 
৬ষ্ঠ-৮ম শ্রেণি, ৯ম-১০ম শ্রেণি ও একাদশ-দ্বাদশ শ্রেণির ৩টি গ্রুপে চারটি বিষয়ে প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতার বিষয়গুলো হলোÑ ভাষা ও সাহিত্য (বাংলা ও ইংরেজি), দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান), গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ (ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি ও সমাজবিজ্ঞান)। এসব অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে উপজেলা পর্যায়ে ৫ হাজার ৯১৬ জন, জেলা পর্যায়ে ৭৬৭ জন, বিভাগীয় পর্যায়ে ৯৬ জন এবং জাতীয় পর্যায়ে ১২ জনসহ মোট ৬ হাজার ৭৯২ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts