Entertainement news - দিনক্ষণ ঠিক করেছেন সোফিয়া!

দিনক্ষণ ঠিক করেছেন সোফিয়া!
হলিউড নন্দিনীরা সবচেয়ে বেশি কিসে ভয় পান? না, তেলাপোকায় নয়! তারা কান ফাটানো চিত্কার করে ওঠেন আয়নায় নিজের মুখে বয়সের রেখা দেখতে পেলে। বুড়ো হতে কে-ই-বা চায়! কিন্তু বয়সের ঘড়িটা যে বড্ড বেয়ারা? ছুটছে তো ছুটছেই? চল্লিশের ঘরে পা দিয়ে ‘মডার্ন ফ্যামিলি’ তারকা সোফিয়া ভারগারার উপলব্ধি, কেউ যদি তাকে বলতো মুখে সিমেন্ট মাখলে বলিরেখাগুলো সেরে যাবে, তিনি তা-ই করতেন!
৪২ বছর বয়সী এই অভিনেত্রী ও মডেল বলেছেন, ‘আমি মোটেও বুড়ো হতে চাই না? আপনি যদি বলেন চোখের চারপাশে সিমেন্ট দিলে ভাঁজগুলো সেরে উঠবে আমি তা-ই করবো? মিথ্যা বলবো না, আমি আমার বিশের ঘরের বয়সটাকেই বেশি ভালোবাসতাম? আর এই বুড়ো হবার ভয়ে সে তার বাগদত্তা জয়ি মানগানিয়েলোর সাথে খুব তাড়াতাড়িই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ভারগারা তার টেলিভিশন শো প্রোমোট করার সময় এই কথা বলেন। ভারগারা আরো বলেন, আমি জানি এখনই সময়, আমরা দিনক্ষণ ঠিক করে ফেলেছি, এখন শুধু কিছু কাজ সাড়ার অপেক্ষায়!’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts