International news - নিউইয়র্কে আগুনে ৭ শিশুর মৃত্যু

নিউইয়র্কে আগুনে ৭ শিশুর মৃত্যু
নিউইয়র্কের ব্রুকলিনে একটি বাড়িতে আগুন লেগে সাত শিশুর মৃত্যু হয়েছে। শনিবার এই ঘটনা ঘটে বলে একজন জরুরি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর: রয়টার্সের।
প্রত্যক্ষদর্শীরা নিউইয়র্ক ডেইলি নিউজকে জানিয়েছে, আগুন লাগার পর শিশুদের মা জানলা থেকে লাফিয়ে বের হয়ে আসলেও তারা আটকে পরে। নিহত শিশুদের বয়স পাঁচ থেকে ১৫ বছর।
প্রতিবেশী ওয়েবার জানিয়েছেন, ‘আমি শুনেছি, আমার শিশুরা ভেতরে আছে বলে শিশুটির মা চিত্কার করছিল। তাদের বের কর।’
তিনি জানান, শিশুদের মা বাইরে ছিল। তিনিও পুড়ে গিয়েছিলেন।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র মাইকেল প্যারেল্লা বলেছেন, একজন পূর্ণবয়স্ক ও একটি শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
আগুন লাগার খবর পেয়ে শতাধিক ফায়ার সার্ভিস কর্মীরা সাড়ে স্থানীয় সময় রাত ১২টার দিকে পৌঁছায় এবং এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts