National newsরাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
রাজধানীর শাহজাহানপুরে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মোবারক উল্লাহ মন্টি (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার ভোরে শাহজাহানপুরের টিটিপাড়া এলাকায় এই 'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে।
নিহত মন্টি সম্প্রতি ফকিরাপুলে এক তরুণীর সাত টুকরো লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার আসামি বলে র‌্যাব সূত্রে জানা যায়।
র‌্যাব জানায়, সহযোগীদের নিয়ে মন্টি শাহজাহানপুরের টিটিপাড়া এলাকায় অবস্থান নিয়েছে বলে খবর পেয়ে রবিবার ভোরে  র‌্যাব-৩ এর একটি টিম সেখানে অভিযানে যায়। এ সময় দুর্বৃত্তরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় মন্টিকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয় বলে সাইফুল জানান।
উল্লেখ্য, গত ১০ মার্চ ফকিরাপুলের কালভার্ট রোডের গরম পানির গলিতে একটি টিনশেড বাড়ির চালায় এক তরুণীর খণ্ড-বিখণ্ড লাশ পাওয়া যায়।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts