Entertainment news - ঢাকায় জ্যাকসনকে নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী

ঢাকায় জ্যাকসনকে নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী
২০০৯ সালে বিশ্ব আলোচিত একটি কনসার্টে অংশগ্রহণের কথা ছিল পপসম্রাট মাইকেল জ্যাকসনের। কনসার্টে অংশগ্রহণের জন্য সকল প্রস্তুতিও নিয়েছিলেন জ্যাকসন। কিন্তু ভক্তদের দুর্ভাগ্য সে বছরেরই ২৫ জুন না ফেরার দেশে পাড়ি জমান এই পপ কিং। কিন্তু জ্যাকসন যে প্রস্তুতি নিচ্ছিলেন তার প্রস্তুতির ফুটেজ তো আছে! সেই ফুটেজ নিয়েই নির্মিত হয় তথ্যচিত্র ‘মাইকেল জ্যাকসন’স দিস ইজ ইট’।  তথ্যচিত্রটি এবার সবার জন্য উন্মুক্তভাবে দেখানো হবে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের দ্য আমেরিকান সেন্টারে। প্রদর্শনীটি হবে আগামী ২৫ মার্চ বিকেল ৩টায়। উল্লেখ্য, তথ্যচিত্রটি ২০০৯ সালের অক্টোবরে মুক্তি দেয়া হয়। প্রথম দুই সপ্তাহে আয় করে ২০ কোটি ডলার। সনি পিকচার্স প্রযোজিত চিত্রটি পরিচালনা করেছেন কেনেডি ওর্তেগা।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts