বিতর্কের
মাঝে থাকতেই যে তিনি ভালবাসেন তা আরেকবার প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী
রাখি সাওয়ান্ত। মুম্বাইয়ে একটি স্পা উদ্বোধন করতে গিয়ে আইটেম গার্ল রাখি
সাংবাদিকদের বলেন, 'আমার বিরাট কোহলিকে ভালো লাগে এবং আনুস্কা এখনও
জনসমক্ষে নিজের ভালোবাসার কথা স্বীকার করেনি। কিন্তু আমি বিরাটের প্রতি
নিজের ভালোবাসা স্বীকার করে জানাচ্ছি যে আমি ওকে ভালোবাসি।'
এর আগে অ্যাডাল্ট সিনেমা করতে চাওয়া, মিকা সিংয়ের সঙ্গে চুম্বন বিতর্ক, আম আদমি পার্টির হয়ে রাজনীতিতে নেমে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবার ভারতীয় দলের তারকা ব্যাটসম্যানকে প্রেমের প্রস্তাব দিয়ে বিশ্বকাপের মাঝে নিজের উপস্থিতি জাহির করতে ছাড়লেন না রাখি।
এমন
প্রস্তাব দিয়ে বিরাটের বর্তমান বান্ধবী আনুস্কা শর্মাকে যেন কিছুটা
সাবধানই করে দিলেন রাখি। এখন এটাই দেখার যে কবে আনুস্কা বা বিরাট নিজেদের
সম্পর্কের কথা স্বীকার করেন কি না।
এর আগে অ্যাডাল্ট সিনেমা করতে চাওয়া, মিকা সিংয়ের সঙ্গে চুম্বন বিতর্ক, আম আদমি পার্টির হয়ে রাজনীতিতে নেমে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবার ভারতীয় দলের তারকা ব্যাটসম্যানকে প্রেমের প্রস্তাব দিয়ে বিশ্বকাপের মাঝে নিজের উপস্থিতি জাহির করতে ছাড়লেন না রাখি।