Entertainement news - হুমায়ূন আহমেদের নতুন ধারাবাহিক ‘একজন মায়াবতী’

হুমায়ূন আহমেদের নতুন ধারাবাহিক ‘একজন মায়াবতী’
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক নির্মাণ শেষ করলেন মাজহারুল ইসলাম। দীর্ঘ এক বছর ধরে তিনি এই নাটকের কাজ করছেন। ‘একজন মায়াবতী’ নামের এ নাটকটির ৬০ পর্বের কাজ শেষ হয়েছে। আগামী ২২ মার্চ চ্যানেল আইতে এর প্রচার শুরু হবে। সপ্তাহের প্রতি রবি ও সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে নাটকটি প্রচার করবে চ্যানেলটি।
পরিচালক মাজহারুল ইসলাম বলেন, ‘হুমায়ূন আহমেদের ‘একজন মায়াবতী’ পাঠক নন্দিত উপন্যাস। আমি এই উপন্যাসের চরিত্রগুলোকে দর্শকের সামনে হাজির করার চেষ্টা করেছি। আশা করি, নাটকটি দর্শকদের জন্য উপভোগ্য হবে। এর চিত্রনাট্য লিখেছেন অরুণ চৌধুরী।’
নাটকের গল্পে দেখা যাবে, মনজুর বেশ অন্তর্মুখী। সংসারে কেউ নেই তার। তার সঙ্গে বিয়ে হয়েছিল বড়লোকের মেয়ে মীরার। সন্তানও হয়েছিল। কিন্তু সেই সন্তান যেমন বাঁচেনি, তাদের বিচ্ছেদ হয়ে যায়। এদিকে মনজুরের শারীরিক অবস্থা ভালো নয়। তার একটি কিডনি অনেক আগেই কেটে ফেলা হয়েছে আর অন্যটিও সংক্রামিত হয়েছে। মনজুরের সঙ্গে ডিভোর্সের কিছুদিন পর মীরার সঙ্গে আচমকা যোগাযোগ হয় মঈনের। কিশোর বয়সে তাদের মধ্যে একধরনের ভালোলাগার সম্পর্ক ছিল। মঈন তাই মীরার সঙ্গে আবার নতুন করে সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করে। নাটকটিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, সুমাইয়া শিমু, আনিসুর রহমান মিলন, ফারহানা মিলি, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, রোজী সিদ্দিকী, মামুনুর রশিদ, সোহেল খান, আবদুল্লাহ রানা, তানভীর হোসেন প্রবাল ও টুনটুনিসহ আরও অনেকে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts