ইয়েমেনের
প্রেসিডেন্ট আবেদরাব্বো মনসুর হাদি বলেছেন, ইয়েমেনকে বিশৃঙ্খলা, সহিংসতা ও
অভ্যন্তরীণ লড়াইয়ে ঠেলে দেয়ার লক্ষ্যেই দেশটির দু’টি শিয়া মসজিদে আত্মঘাতী
বোমা হামলা চালিয়েছে।
শুক্রবার ইয়েমেনের রাজধানী সানা এবং উত্তরাঞ্চল হুথি মিলিশিয়াদের শক্তিশালী ঘাঁটি সাদায় দু’টি মসজিদে সংঘটিত হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) জিহাদি গোষ্ঠী। এ ঘটনায় অন্তত ১৪২ জনকে হত্যা করা হয়েছে।
প্রেসিডেন্ট মনসুর হাদি গত মাসে হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানায় গৃহবন্দি অবস্থা থেকে পালিয়ে দক্ষিণাঞ্চলীয় এডেন নগরীতে আশ্রয় নিয়েছেন।
শুক্রবারের ঘটনায় নিহত ১৪২ জন ও আহত ৩৫১ জনের পরিবারের সদস্যদের উদ্দেশে এক চিঠিতে প্রেসিডেন্ট হাদি এই হামলাকে ‘সন্ত্রাসী, অপরাধমূলক ও কাপুরুষোচিত’ বলে নিন্দা করেন।
শুক্রবার রাতে হাদির দফতর থেকে প্রকাশিত এ চিঠিতে বলা হয়, ‘জীবনের শত্রুদের দ্বারাই কেবল এমন জঘন্য হামলা চালানো সম্ভব। যারা ইয়েমেনকে বিশৃঙ্খলা, সহিংসতা ও অভ্যন্তরীন সংঘাতের দিকে ঠেলে দিতে চায়।
হাদি লিখেছেন, ‘সশস্ত্র শিয়া মিলিশিয়াদের নেতৃত্বে শিয়া চরমপন্থা এবং আলকায়েদার নেতৃত্বে সুন্নি চরমপন্থা একই মুদ্রার এপিঠ-ওপিঠ, এরা ইয়েমেন ও এর জনগণের কল্যাণ ও স্থিতিশীলতা চায় না।
শুক্রবার ইয়েমেনের রাজধানী সানা এবং উত্তরাঞ্চল হুথি মিলিশিয়াদের শক্তিশালী ঘাঁটি সাদায় দু’টি মসজিদে সংঘটিত হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) জিহাদি গোষ্ঠী। এ ঘটনায় অন্তত ১৪২ জনকে হত্যা করা হয়েছে।
প্রেসিডেন্ট মনসুর হাদি গত মাসে হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানায় গৃহবন্দি অবস্থা থেকে পালিয়ে দক্ষিণাঞ্চলীয় এডেন নগরীতে আশ্রয় নিয়েছেন।
শুক্রবারের ঘটনায় নিহত ১৪২ জন ও আহত ৩৫১ জনের পরিবারের সদস্যদের উদ্দেশে এক চিঠিতে প্রেসিডেন্ট হাদি এই হামলাকে ‘সন্ত্রাসী, অপরাধমূলক ও কাপুরুষোচিত’ বলে নিন্দা করেন।
শুক্রবার রাতে হাদির দফতর থেকে প্রকাশিত এ চিঠিতে বলা হয়, ‘জীবনের শত্রুদের দ্বারাই কেবল এমন জঘন্য হামলা চালানো সম্ভব। যারা ইয়েমেনকে বিশৃঙ্খলা, সহিংসতা ও অভ্যন্তরীন সংঘাতের দিকে ঠেলে দিতে চায়।
হাদি লিখেছেন, ‘সশস্ত্র শিয়া মিলিশিয়াদের নেতৃত্বে শিয়া চরমপন্থা এবং আলকায়েদার নেতৃত্বে সুন্নি চরমপন্থা একই মুদ্রার এপিঠ-ওপিঠ, এরা ইয়েমেন ও এর জনগণের কল্যাণ ও স্থিতিশীলতা চায় না।