বিশ্বকাপ শেষে দেশে ফিরেই বিয়ে করতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা সুরেশ রাইনা। বিয়ের প্রস্তুতি চলছে ভারতের মীরাটে।
ভারতীয় গণমাধ্যম জানায়, আগামী ৩ মে নেদারল্যান্ডের ব্যাঙ্কার প্রিয়াঙ্কা চৌধুরীর সঙ্গে বিয়ে রায়নার। তার আগে গত ১২ মার্চ মীরাটের গডউইন হোটেলে হয়ে গেলে পানচিনি পর্ব। সেই অনুষ্ঠানের সিসিটিভি’র ফুটেজ থেকেই পাওয়া গেল রায়নার হুবু স্ত্রীর প্রথম ঝলক। দিল্লির এক পাঁচতারা হোটেলে চারহাত এক হবে সুরেশ-প্রিয়াঙ্কার।
রায়নার মায়ের বন্ধুর মেয়ে প্রিয়াঙ্কা। মুরাদনগর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে একসঙ্গে কাজ করতেন সুরেশ ও প্রিয়াঙ্কার বাবা।
ভারতীয় গণমাধ্যম জানায়, আগামী ৩ মে নেদারল্যান্ডের ব্যাঙ্কার প্রিয়াঙ্কা চৌধুরীর সঙ্গে বিয়ে রায়নার। তার আগে গত ১২ মার্চ মীরাটের গডউইন হোটেলে হয়ে গেলে পানচিনি পর্ব। সেই অনুষ্ঠানের সিসিটিভি’র ফুটেজ থেকেই পাওয়া গেল রায়নার হুবু স্ত্রীর প্রথম ঝলক। দিল্লির এক পাঁচতারা হোটেলে চারহাত এক হবে সুরেশ-প্রিয়াঙ্কার।
রায়নার মায়ের বন্ধুর মেয়ে প্রিয়াঙ্কা। মুরাদনগর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে একসঙ্গে কাজ করতেন সুরেশ ও প্রিয়াঙ্কার বাবা।