International news - সিঙ্গাপুরের লি’র শারীরিক অবস্থার অবনতি

সিঙ্গাপুরের লি’র শারীরিক অবস্থার অবনতি
সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা নেতা লি কুয়ান ইউয়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি গুরুতর শারীরিক অবস্থা নিয়ে সপ্তম সপ্তাহের মত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকার শনিবার জানায়, ৯১ বছর বয়সী লি গত ৫ ফেব্রুয়ারি থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নিউমোনিয়ায় ভুগছেন। যন্ত্রের সাহায্যে কৃত্রিমভাবে তার শ্বাস-প্রশ্বাস চালু রাখা হয়েছে। একে এক ধরনের লাইফ সাপোর্টও বলা হয়ে থাকে।

সরকারের পক্ষ থেকে এ সপ্তাহে বলা হয়, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তিনি গুরুতর অসুস্থ।

তার পুত্র প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের কার্যালয় থেকে শনিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘লী কুয়ান ইউয়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।’
ঔপনিবেশিক শাসক ব্রিটেন সিঙ্গাপুরের স্বশাসনের দাবি মেনে নেয়ার পর ১৯৫৯ থেকে ১৯৯০ পর্যন্ত লি কুয়ান ইউ দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। মালয়েশিয়ার সঙ্গে এক সংক্ষিপ্ত সময়ের জন্য ইউনিয়ন গঠনের পর ১৯৬৫ সালে তিনি সিঙ্গাপুরের স্বাধীনতা অর্জনের আন্দোলনে নেতৃত্ব দেন।
প্রাকৃতিক সম্পদের অভাব থাকা সত্ত্বেও সিঙ্গাপুরকে আধুনিকায়ন করে একটি উন্নত অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করার কৃতিত্বও তার।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts