Science and Technology news - ফেসবুকের ‘ফোন’

ফেসবুকের ‘ফোন’
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য ডায়লার বাটনযুক্ত ‘ফোন’ নামের একটি অ্যাপ নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এর মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা কল করার সুবিধা পাবে। এই অ্যাপটির মাধ্যমে ফোন কলকারীর তথ্য জানা যাবে এবং এতে কল বন্ধ করার স্বয়ংক্রিয় ফিচারও থাকবে।
প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ‘অ্যান্ড্রয়েড পুলিশ’ এর প্রতিবেদনে বলা হয়েছে, এটি নতুন একটি অ্যাপ যা কলারের তথ্য দেখাবে এবং যার কল ব্লক করে রাখা হবে সে এই অ্যাপে কল দিতে পারবে না। অ্যান্ড্রয়ড ফোনের ডায়ালার অ্যাপের বিকল্প হিসেবে এটি ব্যবহার করা যাবে।
‘ওয়াটসঅ্যাপস’ ব্যবহারকারীদের মেসেঞ্জার কন্টাক্টের মাধ্যমে ভয়েস কল করার সুবিধা দেয়ার পর ফেসবুক এই নতুন সেবা আনার পরিকল্পনা করছে।
‘ফোন’ অ্যাপসটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার আগেই ফেসবুকে ‘FB-ONLY' লেখা একটি অ্যাপ দেখায়। সেখানে ইনস্টল করার কথা লেখা থাকলেও ক্লিক করলে ‘No page found' দেখাচ্ছে। তৈরি হওয়ার আগেই এই অ্যাপ দেখনো হচ্ছে। তবে আসল অ্যাপসটি ঠিক কবে প্রকাশ করা হবে তা ঘোষণা করা হয়নি।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts