National news - রাজনৈতিক অস্থিরতায় পোশাকের অর্ডার যাচ্ছে ভারতে

রাজনৈতিক অস্থিরতায় পোশাকের  অর্ডার যাচ্ছে ভারতে
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় উত্পাদন বিঘ্নিত হওয়ায় তৈরি পোশাক ক্রেতারা এখন ভারতমুখী হচ্ছেন। সামপ্রতিক সময়ে ভারতের পোশাক রপ্তানি বেড়েছে। অবশ্য শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ চীনের উত্পাদন খরচ বেড়ে যাওয়াও ক্রেতাদের ভারতমুখী হওয়ার পেছনে অবদান রেখেছে। শুক্রবার ভারতের ইকোনমিট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
‘বিশ্ববাজারের চোখ ভারতের গার্মেন্টসে : নজর নেই বাংলাদেশ ও চীনে’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিল থেকে ফেব্রুয়ারি ১১ মাসে (ভারতের অর্থবছর শুরু হয় এপ্রিলে) পর্যন্ত ডলারের হিসাবে দেশটির পোশাক রপ্তানি প্রায় সাড়ে ১৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে খুবই সামান্য।
কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রির মহাসচিব ডি কে নায়ারের বরাত দিয়ে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে ভারতের রপ্তানি বাড়ার হার সন্তোষজনক। বাংলাদেশে সামপ্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা ইস্যুটি বড় হয়ে দেখা দিয়েছে। বাংলাদেশের বেশকিছু বিদেশি ক্রেতা এখন ভারত থেকে পোশাক ক্রয়ে আগ্রহ দেখাচ্ছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts