International news - পাকিস্তানে সংঘর্ষে নিহত ৮৭

পাকিস্তানে সংঘর্ষে নিহত ৮৭
পাকিস্তানের খাইবার এজেন্সির তিরাহ ভ্যালিতে নিরাপত্তা বাহিনী ও জঙ্গি সংঘর্ষে ৮৭ জন নিহত হয়েছে। শনিবার এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন (আইএসপিআর) এর ভাষ্যে, খাইবার অঞ্চলে ‘খাইবার-২’ নামের অভিযান চালানোর সময়  ৮০ জন জঙ্গি নিহত হয়েছে। এসময় সাতজন সৈন্য প্রাণ হারায়। সংঘর্ষে দুই পক্ষেরই অনেক ক্ষতি হয়েছে।
সেনা মুখপাত্র অসীম বাজওয়া এক টুইটার বার্তায় বলেছেন, পাকিস্তান-আফগানিস্তানের সীমান্তের কাছে ‘খাইবার-২’ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে জঙ্গিরা তাদের গোপন আস্তানা থেকে পিছু হটেছে।
তিনি জানান, এতে ৮০ জন জঙ্গি নিহত ও ১০০ জনের মতো জঙ্গি আহত হয়েছে। ঐ এলাকা থেকে সন্ত্রাসীদের নির্মূল না-করা পর্যন্ত অভিযান চলবে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts