Entertainment news - এবারে ধারাবাহিকের চমক!

এবারে ধারাবাহিকের চমক!
সন্দেহ নেই, আমাদের শোবিজ জগতের সবচেয়ে প্রিয়দর্শিনী হলেন মৌসুমী। চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দু-তিনবার দিয়ে কিছুটা চমক লাগানোর চেষ্টা করলেও অবশেষে এখন সেই চমকের মূল্য কমে যাওয়ায় দুই মাধ্যমেই সরল বিচরণ চলছে তার। তারকাদের নিয়ে অনুষ্ঠান বা নাটক নির্মাণে ব্যতিক্রমী চমক ছাড়া তো কোনোকিছুর প্রতি বাড়তি আগ্রহ জমে না। সেদিক থেকে চ্যানেল আইতে প্রথমবারের মতো ধারাবাহিকে অভিনয় করছেন মৌসুমী। এই চমকে নাটকের দর্শক টানাই মূল উদ্দেশ্য। পাশাপাশি মৌসুমীকে ধারাবাহিক কোনো গল্পে পাওয়া অবশ্যই বিশেষ কিছু বটে! নাটকের নাম ‘শুন্য জীবন’।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts