পাকিস্তান
কর্তৃপক্ষ শনিবার শুভেচ্ছার মনোভাব হিসেবে ভারতের ৫৭টি মাছ ধরার নৌকা ছেড়ে
দিয়েছে। নৌকাগুলোকে পাকিস্তান প্রায় এক বছর ধরে আটকে রেখেছিল। চলতি মাসে
ভারতের শীর্ষ কূটনীতিকের পাকিস্তান সফরের পর এ পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নৌকাগুলোকে পাকিস্তানের নৌ নিরাপত্তা সংস্থা (পিএমএসএ) আটক করেছিল। ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আগে নৌকাগুলোকে দুই দেশের মধ্যকার সমুদ্র সীমান্তে নিয়ে যাওয়া হয়। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘স্বদিচ্ছার বহিপ্রকাশ হিসেবে পাকিস্তানের ভারতের ৫৭টি মাছ ধরার নৌকা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
ভারত
ও পাকিস্তানের উভয় দেশের জলসীমাতেই উভয় দেশের জেলেরা গ্রেফতার হয়। কারণ
আরব সাগরে এই প্রতিবেশি দু’ দেশের মধ্যে সমুদ্র সীমা যথার্থভাবে নির্ণয় করা
হয়নি। প্রয়োজনীয় প্রযুক্তির অভাবে অনেক মাছ ধরার নৌকা না বুঝেই
পার্শ্ববর্তী দেশের জলসীমায় ঢুকে পড়ে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নৌকাগুলোকে পাকিস্তানের নৌ নিরাপত্তা সংস্থা (পিএমএসএ) আটক করেছিল। ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আগে নৌকাগুলোকে দুই দেশের মধ্যকার সমুদ্র সীমান্তে নিয়ে যাওয়া হয়। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘স্বদিচ্ছার বহিপ্রকাশ হিসেবে পাকিস্তানের ভারতের ৫৭টি মাছ ধরার নৌকা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’