আফগানিস্তানের রাজধানী কাবুলে গত বৃহস্পতিবার কুরআন পোড়ানোর অভিযোগে এক নারীকে হত্যা করেছে উত্তেজিত জনতা। -খবর বিবিসির।
স্থানীয় পুলিশ কমান্ডার সালে মোহাম্মদ জানান, শত শত স্থানীয় ও পথচারীরা ওই নারীকে পাথর নিক্ষেপ এবং লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই নারীর দেহ আগুনে পোড়ানো হয়। পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে, ঐ নারী একটি মসজিদের পাশে কুরআনের একটি কপি পোড়ায়। আফগানিস্তানে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকী জানান, আসলে ঠিক কী ঘটেছে এ ব্যাপারে তারা এখনও নিশ্চিত নয়। এক প্রত্যক্ষদর্শী জানান, শাহদু শামসিরা মসজিদের কাছ দিয়ে যাওয়ার সময় তিনি হট্টগোলের শব্দ পান। এ সময় লোকজন বলছিল, এক নারী কুরআন পুড়িয়েছে।
স্থানীয় পুলিশ কমান্ডার সালে মোহাম্মদ জানান, শত শত স্থানীয় ও পথচারীরা ওই নারীকে পাথর নিক্ষেপ এবং লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই নারীর দেহ আগুনে পোড়ানো হয়। পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে, ঐ নারী একটি মসজিদের পাশে কুরআনের একটি কপি পোড়ায়। আফগানিস্তানে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকী জানান, আসলে ঠিক কী ঘটেছে এ ব্যাপারে তারা এখনও নিশ্চিত নয়। এক প্রত্যক্ষদর্শী জানান, শাহদু শামসিরা মসজিদের কাছ দিয়ে যাওয়ার সময় তিনি হট্টগোলের শব্দ পান। এ সময় লোকজন বলছিল, এক নারী কুরআন পুড়িয়েছে।