International news - মেক্সিকোয় অতর্কিত হামলায় ৫ পুলিশসহ নিহত ১১

মেক্সিকোয় অতর্কিত হামলায় ৫ পুলিশসহ নিহত ১১
মেক্সিকোর পশ্চিমাঞ্চলে ফেডারেল পুলিশ বহনকারী গাড়িতে অতর্কিত হামলায় পাঁচ কর্মকর্তা, তিন সন্দেহভাজন ও তিন পথচারী নিহত হয়েছে। ফেডারেল পুলিশ জানায়, জালিসকো রাজ্যের অকোটলানে বৃহস্পতিবার আধাসামরিক ফৌজি পুলিশ বহনকারী সাতটি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে আহত হয় আট পুলিশ কর্মকর্তা। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

গত বছর সংঘবদ্ধ অপরাধী চক্রের হাত থেকে অর্থনৈতিক খাতগুলোকে রক্ষায় প্রেসিডেন্ট এনরিক পিনা নিওতো ইউরোপীয় সেনা আদলে ফৌজি পুলিশের নতুন এ বাহিনী গঠন করেন। এরপর এ বাহিনীর ওপর এটিই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

একজন ফেডারেল কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, এর আগে একাধিক হামলায় হয়তো একজন কর্মকর্তা নিহত হয়েছেন। কিন্তু একটি হামলায় এতো সংখ্যক কর্মকর্তা কখনই প্রাণ হারাননি।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts