International news - কানাডায় রেলে হামলা: দুইজন সন্দেহভাজন সন্ত্রাসীকে অভিযুক্ত

কানাডায় রেলে হামলা: দুইজন সন্দেহভাজন সন্ত্রাসীকে অভিযুক্ত
নিউ ইয়র্ক থেকে টরেন্টোগামী রেলে হামলা চালানোর ষড়যন্ত্র মামলায় দুইজন সন্দেহভাজন সন্ত্রাসীকে অভিযুক্ত করেছে কানাডার একটি আদালত।
রেলে চোরাগোপ্তা হামলা চালানোর পর ২০১৩ সালে প্যালেস্টাইন বংশোদ্ভুত কানাডার নাগরিক রাইদ জেসার (৩৭) এবং দেশটিতে তিউনিসীয় অভিবাসী চিহেব এসেঘাইয়ারকে (৩১) গ্রেপ্তার করা হয়। সরকারি কৌঁসুলিরা অভিযোগ করেছেন, এই দুজন রেলে হামলা চালানোর জন্য কয়েক মাস ধরে ষড়যন্ত্র করে আসছিল। তাদের উদ্দেশ্য ছিল অনেক মানুষকে হত্যা করা। এসেঘাইয়ার নিজেই নিজের মামলা পরিচালনা করেন। তিনি আদালতকে বলেন, কোরআনের আলোকে তার যেন বিচার করা হয়। অন্যদিকে বিবাদী জেসারের আইনজীবী জানায়, জেসার চরমপন্থি নয়। তবে তিনি চিহেব ও এফবিআই এর কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেছিলেন। এসেঘাইয়ার জাতীয় বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন এবং জেসার একটি কোম্পানির কাস্টমার সার্ভিস এজেন্ট হিসেবে কাজ করতেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts