Science and Technology news - চলতি বছরের মধ্যেই ইন্টারনেট অব থিংসে যুক্ত হবে ১১০ কোটি ডিভাইস: গার্টনার

চলতি বছরের মধ্যেই ইন্টারনেট অব থিংসে যুক্ত হবে ১১০ কোটি ডিভাইস: গার্টনার
বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্য আর ইন্টারনেটের প্রসারে এখনকার সময়ের সবচেয়ে জনপ্রিয় প্রযুক্তি প্রবণতা হলো ইন্টারনেট অব থিংস। স্মার্টফোন, ট্যাবলেট পিসির পরে এখন স্মার্ট হাতঘড়ি বা এই ধরনের ডিভাইসকে ক্রমেই যুক্ত করা হচ্ছে ইন্টারনেটে। এই ধরনের ইন্টারনেটে সংযুক্ত প্রযুক্তি পণ্যের তালিকাও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে; সেই সাথে বাড়ছে এসব পণ্যের ব্যবহার। ইন্টারনেটে বিভিন্ন ধরনের ডিভাইস বা গ্যাজেটকে যুক্ত করার এই প্রযুক্তিকেই বলা হচ্ছে ইন্টারনেট অব থিংস। এর প্রসার এতটাই ক্রমবর্ধমান যে প্রযুক্তি বিশ্লেষক সংস্থা গার্টনার জানাচ্ছে, চলতি বছরে ইন্টারনেটে যুক্ত এমন ধরনের ডিভাইস বা গ্যাজেটের সংখ্যা বিশ্বব্যাপী পেরিয়ে যাবে ১১০ কোটি! আর তাতে করে গড়ে উঠবে স্মার্ট হোম, স্মার্ট সিটি। গার্টনারের সর্বশেষ এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ‘চলতি বছরে এসে স্মার্ট শহরভিত্তিক ইন্টারনেট অব থিংস বিশ্বব্যাপী প্রায় ১১০ কোটি ডিভাইসকে সংযুক্ত করবে এবং ২০২০ সাল নাগাদ এর পরিমাণ দাঁড়াবে ৯৭০ কোটি। অন্যদিকে স্মার্ট হোমের সাথে সংশ্লিষ্ট ডিভাইসগুলোর পরিমাণ এ বছরে হবে প্রায় ২৯ কোটি ৪০ লাখ।’ প্রতিবেদনে জানানো হয়, স্মার্ট হোম এবং স্মার্ট বিল্ডিংয়ের মাধ্যমে এ বছরে সংযুক্ত ডিভাইসের পরিমাণ ৪৫ শতাংশ হলেও ২০২০ সাল নাগাদ এর পরিমাণ বেড়ে দাঁড়াবে ৮১ শতাংশ। গার্টনারের গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট বেট্টিনা ট্রাটজ-রায়ানের উদ্বৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্মার্ট সিটি বা স্মার্ট হোমের এই ধারণা বাণিজ্যিকভাবেও ব্যাপক লাভের সম্ভাবনা রাখে। দৈনন্দিন জীবনযাপনে এই ধরনের প্রযুক্তি অনেক বেশি স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে পারে বলে এগুলোর জনপ্রিয়তাও বাড়ছে। আর সে কারণেই ইন্টারনেট অব থিংস সামনের দিনগুলোতে রাজত্ব করবে বলেই জানিয়েছে গার্টনার।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts