আম্পায়াররা
ভুল সিদ্ধান্ত না দিলে বাংলাদেশ ভারতকে হারাতে পারতো বলে মনে করেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে যেভাবে হারানো হয়েছে তা সবাই দেখেছে
বলে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের সান্ত্বনা দিইয়েছেন তিনি।
শুক্রবার মেলবোর্নে প্রবাসী বাংলাদেশিরা মাশরাফি বিন মুর্তজাদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠান চলাকালেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের মোবাইলে ফোন করে দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে লাউড স্পিকার দিয়ে ফোনটি মাইক্রোফোনের সামনে ধরেন নাজমুল। তখন মাশরাফিদের ভালো খেলা উপহার দেওয়ার প্রশংসা করে প্রধানমন্ত্রী ফোনে বলেন, 'আম্পায়ার যদি ডিস্টার্ব না করত, হয়ত আমরা জিতেই যেতে পারতাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ জিতবে। বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে।'
শুক্রবার মেলবোর্নে প্রবাসী বাংলাদেশিরা মাশরাফি বিন মুর্তজাদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠান চলাকালেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের মোবাইলে ফোন করে দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে লাউড স্পিকার দিয়ে ফোনটি মাইক্রোফোনের সামনে ধরেন নাজমুল। তখন মাশরাফিদের ভালো খেলা উপহার দেওয়ার প্রশংসা করে প্রধানমন্ত্রী ফোনে বলেন, 'আম্পায়ার যদি ডিস্টার্ব না করত, হয়ত আমরা জিতেই যেতে পারতাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ জিতবে। বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে।'