ইবোলা
মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করার জন্য ‘ইবোলা-প্রুফ’ ট্যাবলেট
বানিয়েছেন একদল স্বেচ্ছাসেবী ও ইন্টারনেট জায়ান্ট গুগল। ইবোলা জীবাণু ধ্বংস
করতে ব্যবহৃত ক্লোরিন দ্রবণ এই ট্যাবলেটের কোনো ক্ষতি করতে পারবে না ।
বিবিসি জানিয়েছে, এই ট্যাবলেটটি গ্লাভস পরেই ব্যবহার করা যাবে। এছাড়া ঝড় ও উচ্চ আর্দ্রতার মধ্যেও এটি ব্যবহার করা যাবে।
সবধরনের শারীরিক তরল বা বডি ফ্লুইডের মাধ্যমে ইবোলা জীবাণু ছড়ায়। এরকম পরিস্থিতিতে রোগীর সঠিক চিকিত্সা আর সেবা নিশ্চিত করতে প্রেসক্রিপশনের বা কাগজের নোট ব্যবহার নিরাপদ নয়। কেননা ঐ কাগজের মাধ্যমেও ছড়াতে পারে ইবোলার জীবাণু। এমনকি স্বাস্থ্যকর্মীর নিরাপত্তার জন্য পরতে হয় প্রোটেক্টিভ স্যুট। একারণে অনেক সময় চিত্কার করে কথা বলতে হয়, যার কারণে অনেক সময় ভুলও হয়ে থাকে।
এরকম পরিস্থিতিতে রোগীদের তথ্য রেকর্ড করার জন্য ‘মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের (এমএসএফ)’ ইবোলা প্রুফ ট্যাবলেটের স্বাস্থ্যকর্মীদের জন্য ইবোলা প্রুফ ট্যাবলেটের জন্য আহ্বান জানায়। এই আহ্বানে সাড়া দিয়ে হোয়াইটস্পেলের কর্মী পিম ডে উইট, হ্যাকফরগুডের ড্যানিয়েল কানিংহামের মতো টেক সেচ্ছাসেবকরা। পরবর্তীতে গুগলও এর সঙ্গে যোগ দেয়।
এমএসএফ জানায়, পানি নিরোধক হওয়ায় ক্লোরিন সলিউশনেও চুবিয়ে নেওয়া যায় ট্যাবলেটটি। এই ক্লোরিন সলিউশন সরাসরি ত্বকে লাগলে ‘কেমিক্যাল বার্ন’ হতে পারেন।
ওয়্যারলেস প্রযুক্তিতে কেবল ছাড়াই দ্রুত চার্জ হয় ট্যাবলেটটি। ট্যাবলেটটিকে বিশেষ একটি টেবিলে রাখলেই স্বয়ংক্রিয়ভাবে চার্জ হয়। পোস্ট স্ট্যাস্প আকারের ছোট একটি লোকাল নেটওয়ার্ক সার্ভারের সঙ্গে ওয়্যারলেস কানেকশন রাখে ঐ ট্যাবলেট।
এই ডিভাইসটি সিয়েরা লিওনের এমএসএফ পরিচর্যা কেন্দ্রে পরীক্ষা করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, এই ট্যাবলেটটি গ্লাভস পরেই ব্যবহার করা যাবে। এছাড়া ঝড় ও উচ্চ আর্দ্রতার মধ্যেও এটি ব্যবহার করা যাবে।
সবধরনের শারীরিক তরল বা বডি ফ্লুইডের মাধ্যমে ইবোলা জীবাণু ছড়ায়। এরকম পরিস্থিতিতে রোগীর সঠিক চিকিত্সা আর সেবা নিশ্চিত করতে প্রেসক্রিপশনের বা কাগজের নোট ব্যবহার নিরাপদ নয়। কেননা ঐ কাগজের মাধ্যমেও ছড়াতে পারে ইবোলার জীবাণু। এমনকি স্বাস্থ্যকর্মীর নিরাপত্তার জন্য পরতে হয় প্রোটেক্টিভ স্যুট। একারণে অনেক সময় চিত্কার করে কথা বলতে হয়, যার কারণে অনেক সময় ভুলও হয়ে থাকে।
এরকম পরিস্থিতিতে রোগীদের তথ্য রেকর্ড করার জন্য ‘মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের (এমএসএফ)’ ইবোলা প্রুফ ট্যাবলেটের স্বাস্থ্যকর্মীদের জন্য ইবোলা প্রুফ ট্যাবলেটের জন্য আহ্বান জানায়। এই আহ্বানে সাড়া দিয়ে হোয়াইটস্পেলের কর্মী পিম ডে উইট, হ্যাকফরগুডের ড্যানিয়েল কানিংহামের মতো টেক সেচ্ছাসেবকরা। পরবর্তীতে গুগলও এর সঙ্গে যোগ দেয়।
এমএসএফ জানায়, পানি নিরোধক হওয়ায় ক্লোরিন সলিউশনেও চুবিয়ে নেওয়া যায় ট্যাবলেটটি। এই ক্লোরিন সলিউশন সরাসরি ত্বকে লাগলে ‘কেমিক্যাল বার্ন’ হতে পারেন।
ওয়্যারলেস প্রযুক্তিতে কেবল ছাড়াই দ্রুত চার্জ হয় ট্যাবলেটটি। ট্যাবলেটটিকে বিশেষ একটি টেবিলে রাখলেই স্বয়ংক্রিয়ভাবে চার্জ হয়। পোস্ট স্ট্যাস্প আকারের ছোট একটি লোকাল নেটওয়ার্ক সার্ভারের সঙ্গে ওয়্যারলেস কানেকশন রাখে ঐ ট্যাবলেট।
এই ডিভাইসটি সিয়েরা লিওনের এমএসএফ পরিচর্যা কেন্দ্রে পরীক্ষা করা হয়েছে।