International news - ‘আইএসে যোগ দিতে সিরিয়ায়’ ৯ ব্রিটিশ মেডিকেল শিক্ষার্থী

‘আইএসে যোগ দিতে সিরিয়ায়’ ৯ ব্রিটিশ মেডিকেল শিক্ষার্থী
ব্রিটেনের নয়জন মেডিকেল শিক্ষার্থী সিরিয়ায় গিয়েছে বলে জানিয়েছে ব্রিটেনের ওবজারভার নিউজ। শনিবার এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত হাসপাতালে কাজ করছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ঐ নয়জন শিক্ষার্থীর মধ্যে চারজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছে। তারা গত সপ্তাহে তুরস্কের সীমানা পার হয়ে সিরিয়ায় প্রবেশ করেছে। তারা ব্রিটেনের নাগরিক হলেও তাদের মূল বাড়ি সুদানে। সেখানেই তারা লেখাপড়া করত।
তুরস্কের বিরোধী রাজনীতিবিদ মেহমেত আলী এডিবোগলু ঐ শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন। তারা মেহমেতকে জানিয়েছে, শিক্ষার্থীদের ফেরত আনার জন্য তারা চেষ্টা করছেন।
ব্রিটেনের সিকিউরিটি সার্ভিসের মতে, ৬০০ এর মতো ব্রিটিশ নাগরিক জঙ্গি সংগঠনে যোগ দেয়ার জন সিরিয়া ও ইরাকে গেছে। এর মধ্যে ‘জিহাদি জন’ও রয়েছে। এইি জনকে আইএসের প্রকাশিত বিভিন্ন শিরোশ্ছেদের ভিডিওতে দেখা গেছে।
সম্প্রতি তিন ব্রিটিশ স্কুল শিক্ষার্থী বাড়ি ত্যাগ করে যাওয়া বেশ আলোচনার সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, তারা আইএসে যোগ দেয়ার জন তুরস্ক থেকে সিরিয়ায় গেছে। তাদের পরিবার ও ব্রিটিশ কর্তৃপক্ষ তাদেরকে ফিরে আসার জন বারবার আহ্বান জানিয়েছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts