বলা
হয়ে থাকে সমুদ্র কোন কিছুই কেড়ে নিয়ে যায় না। যা কিছু নিয়ে যায় তা আবার
ফিরিয়ে দেয়। যুক্তরাজ্যের ডোরসেটের ওয়েমাউথ হারবারে মার্ক থোর্ন নামের একজন
লাইফবোট চালক ছয় বছর আগে ২০০৯ সালে সমুদ্রে হারিয়ে ফেলেছিলেন প্লাটিনামের
তৈরি তার বিয়ের আংটিটি। ছয় বছর পর আবার সেখানেই আংটিটি ফিরে পেয়েছেন তিনি।
সমুদ্রে
আংটিটি হারিয়ে ফেলার পর অনেক চেষ্টা করেও আংটিটি উদ্ধার করতে ব্যর্থ হন
তিনি। আংটিটি ফিরে পেতে তিনি এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন যে তিনি একটি মেটাল
ডিটেক্টর দিয়ে তা উদ্ধার করার চালান।
সব
চেষ্টা ব্যর্থ হওয়ার পর তার এক বন্ধু সৈকতে হাঁটতে গিয়ে কুড়িয়ে পান
আংটিটি। স্টিভ উলফোর্ড নামের বন্ধুটি সগরে ভাটার সময় হাঁটতে গিয়েছিলেন। আর
এতেই ভাগ্য দেবীর সন্ধান মেলে তার। আর বলার অপেক্ষা রাখে না বিয়ের আংটি
ফিরে পাওয়ায় কতটা খুশি হয়েছেন মার্ক। তিনি বিবিসিকে দেয়া সাক্ষাতকারে বলেন,
'সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর এক পর্যায়ে আংটিটি ফিরে পাওয়ার ব্যাপারে আশাই
ছেড়ে দিয়েছিলাম আমি। তার পরও মাঝে মাঝেই আংটিটি খুঁজতে ওয়েমাউথ হার্বারে
ফিরে আসতাম আমি।'