মার্কিন যুক্তরাষ্ট্রের এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। তার
অপরাধ তিনি স্যুপ দিয়ে গোসল করেছেন! গত বছরের জুলাইয়ে এই অদ্ভুত কাণ্ড ঘটান
ওই কর্মকর্তা। আর সম্প্রতি সেটি প্রকাশ পায়।
কলম্বিয়ার বোগোতার
১৩তম মিলিটারি পুলিশ ব্যাটালিয়নের সদস্য ভিক্টর গাম্বোয়ার স্যুপ দিয়ে গোসল
করার এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আর এ দৃশ্য ক্যামেরায় ধারণ করেন মিলিটারি
ঘাঁটির প্রধান বাবুর্চি জুয়ান ক্যামারগো। বাবুর্চি জানান, গাম্বোয়া রান্না
ঘরে তার কাপড় আনতে গিয়েছিলেন। সেখানে বড় একটি কড়াইয়ে স্যুপ ছিল। এ সময়
গাম্বোয়া কড়াইয়ের ভেতরে বসে স্যুপ মাথায় ঢালছিলেন। আমি সত্যিই অবাক
হয়েছিলাম তার এমন অদ্ভুত কাণ্ড দেখে, বলেন জুয়ান ক্যামারগো। এরপর গাম্বোয়া
শ্যাম্পু দিয়ে গোসল করে স্যুপ পরিষ্কার করেন। যখন আমি তাকে এ ব্যাপারে
জিজ্ঞাসা করলাম তখন তিনি হেঁসে বলেন, আমি এনিয়ে দুশ্চিন্তা করি না। সামরিক
ঘাঁটির কমান্ডার জেনারেল রাউল অ্যান্টিনিও রডরিগুয়েজ বলেন, একজন সেনার জন্য
অযৌক্তিক কাণ্ড। ওই কড়াই দিনের ১৮ ঘন্টাই উচ্চ তাপমাত্রায় থাকে।