World news - ধর্ষণ কমাবে যোগব্যায়াম: জোশি

ধর্ষণ কমাবে যোগব্যায়াম: জোশি

 
সাধারণ মানুষ যোগব্যায়াম করলে দেশে ধর্ষণের ঘটনা কমে আসবে বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা মুরলি মনোহার জোশি। সোমবার এনডিটিভির অনলাইনে এই তথ্য জানানো হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, ‘দ্য লিঙ্গার ওয়ে- ইয়োগা ফর দ্য নিউ মিলিনিয়াম’ শীর্ষক এক সেমিনারের বক্তৃতায় মনোহর জোশি ঐ মন্তব্য করেন। জোশি বলেন, ‘আমি বিশ্বাস করি সাধারণ মানুষ নিয়মিত যোগব্যায়াম করলে ধর্ষণের ঘটনা কমবে। আমি এটা বলছি না এতে ধর্ষণ একেবারে থেমে যাবে, তবে অবশ্যই কমবে।’
তিনি বলেন, ‘যোগব্যায়াম নারী-পুরুষের চিন্তার ক্ষেত্রে নতুন পথ সৃষ্টি করবে, মানুষের শরীর সম্পর্কে চিন্তাধারার পরিবর্তন আনবে... আমাদের শরীর প্রকৃতিপ্রদত্ত একটি মেশিন, যা বড় কাজ করার জন্য দেয়া হয়েছে। যোগব্যায়ামের মাধ্যমে মানুষের মনোযোগ সেদিকে যাবে।’
তিনি জানান, গবেষণায় দেখা গেছে, যোগব্যায়ামের মাধ্যমে নিউইয়র্কে অপরাধের মাত্রা কমে এসেছে। এছাড়া জেলখানায় যোগব্যায়ামের মাধ্যমে অপরাধীদের আচরণগত পরিবর্তন করা সম্ভব হয়েছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts