Science and Technology news - বাহুবন্ধনী দেবে জ্বরের সতর্কবার্তা!


.


জ্বর হলে সতর্কবার্তা পাঠিয়ে দেবে, এমন একটি বাহুবন্ধনী (আর্মব্যান্ড) তৈরি করেছেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। নিজস্ব শক্তিতে চলতে সক্ষম ও পরিধানযোগ্য এই যন্ত্রাংশ (ডিভাইস) শরীরের তাপমাত্রা কোনো কারণে বেড়ে গেলে, সে বিষয়ে সংকেত দিতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত একটি বিজ্ঞানবিষয়ক সম্মেলনে ডিভাইসটি প্রদর্শন করা হয়েছে।আইইইই ইন্টারন্যাশনাল সলিড স্টেট সার্কিটস কনফারেন্সশীর্ষক সম্মেলনটি শুরু হয়েছে গত রোববার থেকে; চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
সম্মেলনে ডিভাইসটি প্রদর্শন করার আগে রোববার এটির বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন টোকিও বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক দলটির সদস্যরা। এতে জানানো হয়েছে, ওই বাহুবন্ধনীর জন্য বেশ কিছু নমনীয় (ফ্লেক্সিবল) জৈব উপাদান তৈরি করা হয়েছে। এগুলো সেই সব পরিধেয় ডিভাইসের সঙ্গে একেবারে মানানসই, যেগুলো অব্যাহতভাবে তাপমাত্রা ও হৃৎস্পন্দনের মতো বিষয়গুলো পর্যবেক্ষণ করে থাকে।
নতুন ডিভাইসটি তৈরির ক্ষেত্রে যে গবেষক দলটি কাজ করেছে, তার নেতৃত্বে ছিলেন দুজনটোকিও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল সায়েন্সের অধ্যাপক তাকাইয়াসু সাকুরাই ও গ্র্যাজুয়েট স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক তাকাও সোমিয়া। ডিভাইসটিতে যেসব উপাদান ব্যবহার করা হয়েছে, তার মধ্যে রয়েছে সিলিকন দিয়ে তৈরি একটি নমনীয় সোলার প্যানেল, পাইজো-ইলেক্ট্রিক স্পিকার, তাপমাত্রা নিরীক্ষণব্যবস্থা (সেন্সর) ও পাওয়ার সাপ্লাই সার্কিট।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts