কয়েক
দশক আগে ‘বিলুপ্ত’ হওয়া একটি পাখির সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। বৃহস্পতিবার
বিজ্ঞানীরা জানিয়েছেন, মিয়ানমারে জার্ডনস বাবলার নামে ঐ পাখিটির সন্ধান
পেয়েছেন তারা।
গত মে মাসে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির একটি দল মিয়ারনমারে অন্য পাখি নিয়ে গবেষণা করছিলেন। ঐ সময় তারা পাখিটির সন্ধান পান।
গবষেণার
সময় বিজ্ঞানীরা ঐ পাঠিটির ডাক শুনতে পেয়ে দ্রুত তা রেকর্ড করেন। পরে এটি
চালিয়ে এটি পরীক্ষা করে দেখেন। বাবলার পাখির এই ডাক সর্বশেষ ১৯৪১ সালে
রেকর্ড করা হয়েছিল।
পাখির ডাক রেকর্ড করার পরবর্তী দুইদিন তারা আরো ঐ ‘বিলুপ্ত’ পাখির সন্ধান পান।
চড়ুই পাখির আকৃতির বাদামি রঙের ঐ পাখিটি বাবলার তিনটি প্রজাতির মধ্যে একটি।
১৮৬২
সালে প্রথম পাখিটির সন্ধান পান ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী টি.সি জর্ডান।
সর্বশেষ এটি মিয়ানমারের সিতুয়াং নদীর প্লাবনভূমিতে দেখা গিয়েছিল।
ধারণা করা হচ্ছে, বর্তমানে এই পাখিটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে।