গুগল কন্ট্যাক্টস সেবাটিকে নতুন করে
সাজাচ্ছে গুগল কর্তৃপক্ষ। নতুন নকশার পাশাপাশি সেবাটিতে বেশ কিছু নতুন
ফিচার যুক্ত হচ্ছে, যাতে গুগল কন্ট্যাক্টস ব্যবহারের সুবিধা পাবেন
ব্যবহারকারী। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের এক খবরে এ তথ্য জানানো
হয়েছে।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাটেরিয়াল ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে গুগলের জিমেইল, গুগল প্লাস, হ্যাংআউটসের মতো যে সেবাগুলো তৈরি করা হয়েছে, তার অনুপ্রেরণা থেকেই কন্ট্যাক্টসের নকশা করা হয়েছে। এই সেবা ব্যবহার করে কন্ট্যাক্ট তালিকায় একাধিক প্রোফাইলকে একত্রীকরণ করা যাবে। এ ছাড়া সাম্প্রতিক ই-মেইল দেখার পাশাপাশি হালনাগাদ কন্ট্যাক্ট কার্ড পাওয়া যাবে।
https://contacts.google.com/preview/all লিংক থেকে গুগল কন্টাক্টসে যাওয়া যাবে।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাটেরিয়াল ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে গুগলের জিমেইল, গুগল প্লাস, হ্যাংআউটসের মতো যে সেবাগুলো তৈরি করা হয়েছে, তার অনুপ্রেরণা থেকেই কন্ট্যাক্টসের নকশা করা হয়েছে। এই সেবা ব্যবহার করে কন্ট্যাক্ট তালিকায় একাধিক প্রোফাইলকে একত্রীকরণ করা যাবে। এ ছাড়া সাম্প্রতিক ই-মেইল দেখার পাশাপাশি হালনাগাদ কন্ট্যাক্ট কার্ড পাওয়া যাবে।
https://contacts.google.com/preview/all লিংক থেকে গুগল কন্টাক্টসে যাওয়া যাবে।