World news - `গ্রেফতার না হলে ওবামার মাথায় গুলি করতাম'

`গ্রেফতার না হলে ওবামার মাথায় গুলি করতাম'
ইসলামিক স্টেট আইএসের প্রতি অনুগত যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের এক যুবক টেভিভিশনকে দেয়া সাক্ষাত্কারে বলেছেন, পুলিশের হাতে গ্রেফতার না হলে তিনি ওবামার মাথায় গুলি করতেন। মার্কিন ক্যাপিটল ভবনে হামলার পরিকল্পনাকারী ক্রিস্টোফার কর্নেল নামের ঐ যুবক জানুয়ারিতে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাতে গ্রেফতার হন। খবর রয়টার্সের।
ফক্স-১৯ টেলিভিশনের কাছে দেয়া সাক্ষাত্কারে তিনি জানান, মার্কিন ক্যাপিটল ভবন এবং ইসরাইলের দূতাবাসে পাইপ বোমা স্থাপনের মাধ্যমে হামলা চালানোর পরিকল্পনা ছিলো তার। জেল থেকে টেলিফোনে নেয়া ফক্স-১৯ টেলিভিশনের সাক্ষাত্কারে তিনি বলেন, আমি আমার বন্দুক নিয়ে বারাক ওবামার মাথায় ঠেকিয়ে ট্রিগার টেনে দিতাম। শুক্রবার তার এই সাক্ষাত্কারটি প্রচারিত হয়। এরপর আমি সিনেট মেম্বার, প্রতিনিধি পরিষদের সদস্য এবং ইসরাইলের দূতাবাসের কর্মকর্তাদের ওপর হামলা করতাম। শুধু তাই নয় যেসব ভবনে কাফের রয়েছে, যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, মুসলমানদের রক্ত ঝরাতে চায় তাদের প্রত্যেকের ওপর হামলা করতাম। 
জামিন অযোগ্য মামলায় গ্রেফতার হওয়া ক্রিস্টোফার বলেন, আমার আইএসের ভাইয়েরা সিরিয়া ও ইরাকে যুদ্ধ করে যাচ্ছে। পশ্চিমা দেশগুলোতে জিহাদ করার জন্য তারা আমাকে নির্দেশ দিয়েছে। তাদের থেকে নির্দেশ পেয়েই আমি হামলার পরিকল্পনা করেছি।  পাইপ বোমা তৈরির কৌশল নিয়ে গবেষণা, রাইফেল-গোলাবারুদ কেনা এবং হামলার উদ্দেশ্যে ওয়াশিংটন ভ্রমণের পরিকল্পনা করছিলেন তিনি। আইএসের মতাদর্শ প্রকাশ করে টুইটারে বার্তা প্রকাশের পরই তাকে গ্রেফতার করে এফবিআই।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts