Science and Technology news - অসুস্থ মেয়েটি আবেদন করল স্বেচ্ছামৃত্যুর

অসুস্থ মেয়েটি আবেদন করল স্বেচ্ছামৃত্যুর
চিলিতে ১৪ বছরের একটি অসুস্থ মেয়ে স্বেচ্ছামৃত্যুর অনুমতির জন্য আবেদন করেছে। একটি ভিডিও পোস্ট করে  সে প্রেসিডেন্টের কাছে এই আবেদন করে।
ভ্যালেন্টিনা মরেইরা নামে এই মেয়েটি সিসটিক ফিব্রোসিস নামে নিরাময় অযোগ্য একটি জিনগত রোগে আক্রান্ত।
ভ্যালেন্টিনা বলছে, 'আমি জরুরি ভিত্তিতে প্রেসিডেন্টের সাথে কথা বলতে চেয়েছি, কারণ এই রোগটিকে নিয়ে বেঁচে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি আমি।
সামাজিক যোগাযোগের মাধ্যমে হাজার হাজার মানুষ তার এই ভিডিও-চিত্রটি দেখার পর চিলির প্রেসিডেন্ট মিচেল বেচেলেটেরও নজরে এসেছে ভিডিওটি। তিনি হাসপাতালে গেছেন অসুস্থ ভ্যালেন্টিনাকে দেখতে।
তার মুখপাত্র বলেছেন, ভ্যালেন্টিনাকে আত্মহত্যার অনুমতি দেয়া হবে না, তবে যতদিন সে বেঁচে আছে ততদিন ধরে তার মানসিক চিকিৎসা চালিয়ে যেতে খরচ দেবে সরকার। চিলিতে স্বেচ্ছামৃত্যু আইনত নিষিদ্ধ।
তবে ভ্যালেন্টিনার স্বেচ্ছামৃত্যুর এই আবেদন এই আইনটিকে নিয়ে বিতর্ক আবার উস্কে দিয়েছে।

-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts