World news - ভারতের ৪৫ জেলেকে গ্রেফতার করেছে পাকিস্তান

ভারতের ৪৫ জেলেকে গ্রেফতার করেছে পাকিস্তান  আরব সাগরের আঞ্চলিক জলসীমা লংঘন করায় পাকিস্তানের নৌবাহিনী ৪৫ ভারতীয় জেলেকে গ্রেফতার করেছে। শনিবার পুলিশ একথা জানিয়েছে।
এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, শুক্রবার এই জেলেরা পাকিস্তানের জলসীমায় প্রবেশ করলে পাকিস্তানের উপকূলীয় নিরাপত্তা সংস্থা (এমএসএ)’র সদস্যরা তাদের আটক করে বন্দর নগরী করাচির স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ফিদা হুসেইন এএফপিকে বলেন, ‘এমএসএ ভারতের ৪৫ জেলেকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদেরকে একজন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে উপস্থাপনের পর জেলে পাঠানো হবে।
দেশ দুটির উপকূলীয় এলাকায় এ ধরনের গ্রেফতার প্রায়ই হয়ে থাকে। আরব সাগরের সীমানায় প্রায়ই জেলেরা পার্শ্ববর্তী দেশের জলসীমায় ঢুকে পড়ে।
প্রতিবেশী দেশ দুটির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক জোরদার না হওয়ায় সাজার মেয়াদ অতিক্রমের পরও এই সব হতভাগ্য জেলে জেল থেকে ছাড়া পায় না।
গত মাসে পাকিস্তান ‘সদিচ্ছার বহিঃপ্রকাশ’ হিসেবে ১৭২ ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে। এখনো দেশটিতে ৩৪৯ ভারতীয় বন্দি রয়েছে।
জানুয়ারি মাসে পাকিস্তানি নৌবাহিনীর সদস্যরা দেশটির জলসীমা থেকে ৩৮ ভারতীয় জেলেকে গ্রেফতার করে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts