World news - বাড়িতে হামলা ডিম দিয়ে

বাড়িতে হামলা ডিম দিয়ে
যুক্তরাষ্ট্রের এক নারী অভিযোগ করেছেন, তার বাড়িতে গত এক বছর ধরে কে বা কারা হামলা করছে। আর এই হামলা করা হচ্ছে ডিম দিয়ে। পুলিশের কাছে অভিযোগ করলেও পুলিশ এখন পর্যন্ত তার অভিযোগকে মামলা হিসেবে গ্রহণ করেনি।
আলবার্ট ক্লিমেন্স নামের ওই মহিলা যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ইউক্লিড শহরের বাসিন্দা। স্থানীয় সংবাদ মাধ্যম নর্থইস্ট ওহিও মিডিয়া গ্রুপ জানিয়েছে, পুলিশ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেছে এবং ওই বাড়িতে গোপন ক্যামেরা লাগিয়েছে। পুলিশ জানিয়েছে, ডিমের হামলায় জানালার কাঁচ ভেঙ্গে গেছে। এমনকি দেয়ালেও ডিমের আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। অনেক সময় মনে হয়, পিস্তল দিয়ে কেউ দেয়ালে গুলি করছে। একই সময়ে পাঁচ থেকে ছয়বার বাড়িতে হামলা করা হয়। ক্লিমেন্স জানান, অনেক সময় তার কাছে এটা দু:স্বপ্নের মতো মনে হয়। পুলিশ জানিয়েছে, ওই ডিম স্থানীয় একটি ফার্মের। কিন্তু ডিমে হাতের ছাপ পাওয়া যাচ্ছে না। কারণ ডিম ফেটে গেলে এর প্রোটিন ডিএনএকে তথা হাতের ছাপকে নষ্ট করে দেয়। ফলে এর সঙ্গে জড়িতরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে

-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts