Science and Technology news - ভাঁজ করা কি-বোর্ড নিয়ে এলো মাইক্রোসফট

ভাঁজ করা কি-বোর্ড নিয়ে এলো মাইক্রোসফট
স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ব্যতিক্রমী একটি  কি বোর্ড দেখিয়েছে মাইক্রোসফট। এই কি বোর্ডটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রয়োজনমাফিক ভাঁজ করা করা যাবে। ব্লুটুথের মাধ্যমে বিভিন্ন মোবাইল ডিভাইসের সাথে যুক্ত করা যাবে কি-বোর্ডটি।
প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট প্রতিবেদনে জানিয়েছে, চারকোনা কিবোর্ডটি মাঝখান থেকে ভাঁজ করে রাখা যায়। ভাঁজ করার পর এটি খুলে যাওয়া ঠেকাতে চুম্বক লাগানো রয়েছে এতে।
ব্যাটারিচালিত এই কিবোর্ডটির এক পাশে রয়েছে মাইক্রো-ইউএসবি চার্জিং পোর্ট।
‘ইউনিভার্সাল ফোল্ডেবল কিবোর্ড’ ব্যবহার করে টাইপ করার সময় প্রচলিত কিবোর্ডগুলোর মতোই টাইপিং গতি পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছে মাইক্রোসফট।
বার্সেলোনায় এই অভিনব কি-বোর্ডের সাথে লুমিয়া ৬৪০ ও লুমিয়া ৬৪০ এক্সএল নামের মাঝারি দামের নতুন দুটি স্মার্টফোনেরও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts