Science and Technology news - অ্যান্ড্রয়েডের জন্য বিজয় বর্ণমালা

গুগল প্লে স্টোর থেকে অপসারিত রিদ্মিক অ্যাপ
   
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহারের জন্য গত ২৭ ফেব্রুয়ারি গুগল প্লে স্টোরে ‘বিজয় বর্ণমালা’ ও ‘বিজয় অ্যালফাবেট’ নামের দুটি অ্যাপ্লিশেন (অ্যাপ) ছাড়া হয়েছে। বর্ণমাল শিশুদের বাংলা বর্ণমালা শেখার জন্য আর অ্যালফাবেট ইংরেজি বর্ণমালা শেখার জন্য। এ দুটির আগে ১৯ ফেব্রুয়ারি ছাড়া হয় বাংলা লেখার অ্যাপ বিজয় কি-বোর্ড। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এটি নামানো হয়েছে ১০ হাজারের বেশি বার।
অ্যাপ তিনটি নামানোর ঠিকানা:
বিজয় কি-বোর্ড: http://goo.gl/2JCPEk
বিজয় বর্ণমালা: http://goo.gl/qPKW41
বিজয় অ্যালফাবেট: http://goo.gl/3vvtUU।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts