Media news - পহেলা বৈশাখে মিলার অ্যালবাম

পহেলা বৈশাখে মিলার অ্যালবাম
পহেলা বৈশাখে রিলিজ পাচ্ছে জনপ্রিয় সঙ্গীতশিল্পীর মিলার একক অ্যালবাম। দীর্ঘ বিরতির পর আবারও অ্যালবাম রিলিজ পাচ্ছে তার। কিন্তু এখনও অ্যালবামের নাম চূড়ান্ত করা হয়নি। এর আগেও অনেকবার মিলা তার অ্যালবামের ঘোষণা দিলেও কোনো অ্যালবাম রিলিজ পাচ্ছিল না। তবে এবার জি সিরিজের কাছে এরই মধ্যে অ্যালবামের মাস্টার কপি জমা দিয়েছে। সেই সম্ভাবনায় এই বৈশাখেই হয়তো মিলার ভক্তরা তার অ্যালবামটি বাজারে পাবে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts