Media news - অভিনেত্রী নায়লার আত্মহত্যা

অভিনেত্রী নায়লার আত্মহত্যা
গত শুক্রবার আত্মহত্যা করেন অভিনেত্রী নায়লা। শ্যামলীর বাসা থেকে  নায়লার সিলিং ফ্যানে ঝুলানো লাশ উদ্ধার করে পুলিশ। শনিবারে তাকে দাফন করা হয় মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে। লোকনাট্য দল বনানীর একজন সদস্য ছিলেন নায়লা। বেশ কিছু  টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কিন্তু তার মা মারা যাবার পর থেকে তিনি অনেকটা হতাশায় ভুগছিলেন। যা তার ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায়। আরজে রাজুর প্রথম মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন নায়লা। তার মৃত্যুর পর রাজু বিনোদন প্রতিদিনকে তার শোক প্রকাশ করে বলেন, ‘নায়লা যখন একুশে টিভিতে কাজ করে তখন থেকে তাকে চিনি। আমার প্রথম মিউজিক ভিডিওতে কাজ করে সে। নায়লার সাথে আমার শেষ দেখা এশিয়ান টিভির একটি অনুষ্ঠানে। এতো তাড়াতাড়ি তার চলে যাওয়া সত্যিই মেনে নিতে পারছি না।’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts